প্রকাশিত: Sat, Feb 18, 2023 4:13 PM
আপডেট: Tue, Jul 1, 2025 9:41 PM

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী মারা গেছেন

খালিদ আহমেদ: রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮৬ বছর বয়সী এই ব্যবসায়ী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

ব্যাংক এশিয়ার জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা মারুফ জানান, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রউফ চৌধুরীর নামাজে জানাযা বাদ আসর গুলশানা আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ নেওয়া হয় বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা আরেক দফা জানজা শেষে তাকে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়। র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান রউফ চৌধুরী ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অফ বিজনস থেকে স্নাতক করে রউফ চৌধুরী ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। দুটি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানাজার হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ ১৫ বছর কাজ করেন যমুনা অয়েল কম্পানিতে।

পরে র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৩৫টি কোম্পানি গড়ে ওঠে রউফ চৌধুরীর নেতৃত্বে। ঔষধ, পরিবহন, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এসব কোম্পানির ব্যবসা।

কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য রউফ চৌধুরী বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন এক সময়।

রউফ চৌধুরী এক ছেলে রোমো রউফ চৌধুরী ও দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব