
প্রকাশিত: Fri, Mar 10, 2023 5:22 PM আপডেট: Tue, Jul 1, 2025 3:39 PM
চট্টগ্রামে সবজির দামে স্বস্তি, ডিম ও মাংসের বাজার চড়া
অনুজ দেব: নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ১০-২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, যা জানুয়ারিতে ১৪৫ টাকা বিক্রি হয়েছিল। পাকিস্তানি কক ৩১০-৩২০, সোনালি মুরগি ৩৪০ এবং দেশি মুরগি ৪৬০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
গরু ও খাসির দামও চড়া। হাড়সহ গরুর মাংস প্রতিকেজি ৭২০-৭৪০, হাড়ছাড়া গরুর মাংস ৮৩০-৮৫০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১০৫০-১১০০ টাকায়। এদিকে ফেব্রুয়ারি থেকে বাড়তির দিকে থাকা ব্রয়লার মুরগির লাল ডিম প্রতি ডজন ১৩৫-১৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সোনালি মুরগির ডিম ১৬০ এবং হাঁসের ডিম ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে কমেনি কাঁচা মরিচের দাম। গত দুই মাস ধরে মরিচ বিক্রি হচ্ছে ১শ টাকার ওপরে। ২৫০ গ্রাম মরিচ ৩০ টাকা করে বিক্রি হচ্ছে আর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ থেকে ১১০ টাকায়। যেখানে ডিসেম্বরের শেষেও প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা।
ভোগ্যপণ্যের বাজারে বেড়েছে চাল, ডালের দাম। পাইকারিতে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ছোলায় ৯ টাকা দাম বেড়ে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরায় ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি মসুর ডালের কেজিতে ২ টাকা বেড়ে ১২০ টাকা, খেসাারির ডালে ৪ টাকা বেড়ে কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি ১শ টাকা করে বেড়েছে মোটা সিদ্ধ, ভারতীয় স্বর্ণা, মিনিকেট সিদ্ধ ও গুটি স্বর্ণা চাল।
প্রতিকেজি লাউ ৩০-৪০, টমেটো ১৫-২০, সিম ৪০-৫০, ফুলকপি ৩০-৩৫, বাঁধাকপি ২০-২৫, পেঁপে ২০-২৫,বেগুন ৩০-৪০, মিষ্টি কুমড়া ৩৫-৪০, মূলা ২৫-৩০ এবং গাজর ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কচুর লতি, ঢেঁড়স ও বরবটি ৭০-৮০ টাকা এবং শিমের বিচি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ও আদার বাজার গত দুইমাস ধরে মোটামুটি স্থিতিশীল রয়েছে। দেশি আদা ১১০-১২০ এবং আমদানি করা আদা ১৪০ টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ ২৮-৩০ এবং ভারতীয় পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দাম গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়ে ২০০ টাকা বিক্রি হয়েছিল যা এখন আবার বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব