
প্রকাশিত: Thu, Apr 6, 2023 6:23 AM আপডেট: Tue, Jul 1, 2025 9:41 PM
দিনাজপুরের বিরলে লিচুর পর আমের মুকুলেও সংক্রমণ, ফলন বিপর্যয়ের আশংকা
এম এ কুদ্দুস : গাছে গাছে থোকা থোকা মুকুল দেখা গেলেও ওই মুকুলে আমের গুটি আসছে না। এই বিরল রোগটির নাম মেল ফর মেশন, সুষম পুষ্টির অভাবে এই রোগটি হয় বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
লিচুখ্যাত বিরল উপজেলার লিচুর পাশা-পাশি ৫৫৩ হেক্টর জমিতে গড়ে উঠেছে আমের বাগান। এবার এ উপজেলায় লিচুর গাছে তেমন মুকুল নাই বলে অনেকটা বিপর্যয় দেখা দিয়েছে। তবে এবার প্রথম থেকেই এ উপজেলায় আমেরপর্যাপ্ত মুকুল দেখে আম চাসীসহ অনেকে ধারণা করেছিলেন, লিচুর বিপর্যয় হলেও এবার এ উপজেলায় আমের বাম্পার ফলন হবে। এই ধারণাকে অনেকাংশে হার মানিয়েছে এই মেল ফর মেশন নামের রোগটি।
আমচাষী বালান্দোর গ্রামের আবুল কাশেম জানান, আমার বাগানের বেশ কয়েকটি চারা আম গাছে এই রোগটি এবার প্রথম দেখছি। থোকা থোকা মুকুল কিন্তু কোন গোডা বা ফল নেই।
বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তাফা হাসান ইমাম জানান, সাধারণতগাছের বয়স বেশি হলে , উচ্চতা বেড়ে গেলে এবং নিয়মিত পরিচর্যার অভাব হলে এই রোগটি আসে। তবে এবার ছোট গাছেও এই রোগটির প্রভাব পড়েছে।
আগে থেকেই আম গাছের সঠিকভাবে পরিচর্যা করলে এমন রোগ সাধারণত হয় না। মাঠ পর্যায়ে আম চাষী ও বাগান মালিকদের সাথে কথা বলে পরামর্শ দিয়ে আসছি। সম্পাদনা : মুরাদ হাসান