
প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:03 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:39 PM
ব্রাজিল-আর্জেন্টিনাকে সেমিফাইনালে চান অধিকাংশ তারকা
মিহিমা আফরোজ: জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। শুরুতেই বেশ কয়েকটি অঘটন মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। এবারের আসরে প্রতিটি দল নিজেদের সেরাটা দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে। দেশে বিচ্ছিন্নভাবে প্রতিটি দলের সাপোর্টার থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে অন্যদের মতো তারকাদের মাঝেও উন্মাদনার কমতি নেই। ফুটবল মাঠেও এই দুই দলকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই মনে করা হয়।
শুক্রবার সুপার এইটে রাত ৯টায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার এবং রাত ১টায় আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মুখোমুখী হবে। তারকারাও প্রত্যাশা করছেন ব্রাজিল-আর্জেন্টিনা এই বাঁধা পেরিয়ে সেমিফাইনালে মুখোমুখী হোক।
মিশা সওদাগর: আমি মনে-প্রাণে ব্রাজিলের ভক্ত। তবে নিজের দলের খেলার পাশাপাশি আর্জেন্টাইন প্লেয়ার মেসির খেলাও দারুণ উপভোগ করি। কারণ আমি মনে করি, এই গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি। তার মতো প্লেয়ার বিশ্বকাপ বঞ্চিত হয়ে বিদায় নেবেন এটা ভক্তদের জন্য মন খারাপের।
মৌসুমী: ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আমার অনেক আগ্রহ, বিশেষ করে ফুটবল আমার অনেক প্রিয় একটি খেলা। আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করে আসছি। আমি চাই এবারও ব্রাজিল বিশ্বকাপ বিজয়ী হোক। তবে সেমিতে ব্রাজিলে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই প্রত্যাশা করছি।
চঞ্চল চৌধুরী: ছোটবেলা থেকেই ম্যারাডোনার খেলা পছন্দ করি এবং তার দল আজেন্টিনাকেও সমর্থন করি। এবার কে বিশ্বকাপ জিতবে, কেউ বলতে পারবে না। তবে বিশ্বকাপের দুই দাবিদার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হওয়া মানে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ পাওয়া। আমার মনে হচ্ছে, আজ তারা নিজেদের খেলায় জিতবে এবং সেমিফাইনালে সবাইকে মুগ্ধ করবে।
ফেরদৌস: আমি আর্জেন্টিনার সমর্থক হলেও আমার স্ত্রী ব্রাজিলের ভক্ত। সেদিক থেকে আমাদের পরিবারে বিশ্বকাপ ফুটবল নিয়ে বাড়তি আমেজ চলছে। দেশের দর্শকরা ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখার জন্যও মুখিয়ে থাকে। সেই জায়গা থেকে আমি চাই তারা সেমিতে উঠে সবার আশা পূরণ করুক।
আরেফিন শুভ: ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার পছন্দের খেলোয়াড় মেসি। প্রতিবারই আমি বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করি। আর্জেন্টিনা ও মেসির শৈল্পিক খেলাগুলো মিস করতে চাই না। এবারও মিস করছি না। আমার প্রত্যশা থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা সেমিতে লড়াই করুক।
জিয়াউল ফারুক অপূর্ব: বিশ্বকাপ ফুটবল খেলার সময় আমার কাজের সূচি পরিবর্তন করে রাখি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল। তবে সবার মতো আমিও ব্রাজিল-আর্জেন্টিনার খেলা উপভোগ করি। তাই তারা সেমিতে একে অন্যের প্রতিপক্ষ হবে এই আশা করতেই পারি।
অপু বিশ্বাস: আমি ব্রাজিলের সাপোর্টার। আগে না বুঝেই সাপোর্ট করতাম, এখন বুঝে করি। বর্তমানে দানি আলভেজ ও নেইমারদের খেলা সত্যি আমাকে মুগ্ধ করে। তবে অবাক করা বিষয় হলো আমি ব্রাজিল সাপোর্ট করলেও আমার ছেলের পছন্দ কিন্তু আর্জেন্টিনা! এবারের বিশ্বকাপ দারুণ জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আজকের ম্যাচ দুটিও উপভোগ্য হবে এবং ব্রাজিল-আর্জেন্টিনা সেমিতে জায়গা করে নেবে বলে মনে হচ্ছে।
পূজা চেরি: মেসি আমার ‘ক্রাশ! এবার আমি আজেন্টিনার বিশ্বকাপ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রিয় মেসি তার জাদু দেখিয়ে কাপ জিতবে। আজ ব্রাজিল-আর্জেন্টিনা সুপার এইটের বাঁধা টপকাবে এবং সেমিতে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল খেলবে। মেসি ও আর্জেন্টিনার জন্য সবসময় শুভকামনা এবং অগ্রিম অভিনন্দন। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা
ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা
পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান
[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে
[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
[১]মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

রিয়াজ একজন পরিপূর্ণ অলরাউন্ডার অভিনেতা

ওমর : পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা

পাকিস্তান থেকে আব্দুল আলীমের গান দেশে নিয়ে আসছেন তাঁর মেয়ে নূরজাহান

[১]স্ত্রীকে চমক ৫০তম বিবাহবার্ষিকীতে ১২ লাখ সূর্যমুখী ফুল দিয়ে

[১]মাসা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করল ইইউ
