প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:26 PM
আপডেট: Tue, Jul 1, 2025 9:05 PM

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে হাওয়া

ইমরুল শাহেদ: করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে চলচ্চিত্র প্রদর্শন বেগবান হওয়ার পর যে তিনটি ছবি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল, তার মধ্যে একটি হলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এই ছবিটি কলকাতার ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। গত বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ‘হাওয়া’ ছাড়াও এই উৎসবে বাংলাদেশের আরো তিনটি ছবি প্রদর্শিত হচ্ছে। সেগুলো হলো - কাইয়ুমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ও গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’। ১৯৯৫ সাল থেকে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব।

উৎসবের মূল শ্লোগান হলো ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১৮৩টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। তবে কলকাতার শিশির মঞ্চে আয়োজকরা এক সংবাদ সম্মেলনে বলেন, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২ দেশের ১৮৩টি ছবি দেখানো হবে। এর মধ্যে ১৩০টি ফিচার ফিল্ম, ৫৩টি প্রামাণ্যচিত্র। যদিও উৎসবে ৫৭টি দেশের ১ হাজার ৭৮টি ছবি দেখানোর আবেদন জমা পড়েছিল। ১০টি সিনেমা হলে এবার ছবির প্রদর্শন করা হচ্ছে ২৩১টি।

বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন হলেও মূলত শুক্রবার শুরু হয় মূল উৎসব। এদিন ছিল বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে কলকাতার একাধিক সিনেমা হলে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘হাওয়া’। কলকাতায় জাঁকিয়ে বসা শীত অগ্রাহ্য করেই এদিন নন্দন চত্বর ছিল লোকে লোকারণ্য। কলকাতার উৎসবে ‘হাওয়া’র প্রদর্শনী নিয়ে মেজবাউর রহমান সুমন বলেন, ভাষার কাঁটাতার হয় না, রাষ্ট্রের কাঁটাতার হয়।

কলকাতার চলচ্চিত্র উৎসবে দেশি-বিদেশি অতিথিদের সামনে ভারত ও বাংলার চলচ্চিত্রের ইতিহাস গাঁথার নানা দিক তুলে ধরেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ইংরেজ আমলে ভারতীয় চলচ্চিত্রের কণ্ঠরোধ করার নানা দৃষ্টান্তও এদিন তার বক্তব্যে তুলে ধরেন।

পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা মানবিকতা, একতা, সংহতি- বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য লড়াই করে। এ সময় বলিউড অভিনেতা শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার সৌহার্দ্যের সম্পর্কের কথাও জোর গলায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্পাদনা: খালিদ আহমেদ