প্রকাশিত: Mon, Dec 5, 2022 2:30 PM আপডেট: Tue, Jul 1, 2025 6:24 PM
ছোট পরিসরে রোহিঙ্গাদের নিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনের সঙ্গে পুনর্বাসনেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ
তরিকুল ইসলাম: মিয়ানমারের জোরপূর্বক ব্যস্তুচ্যুত নাগরিক ও রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার ছয় বছরেও দেশটিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারেনি বাংলাদেশ। শুরুর দিকে বেশ কয়েকটি দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও এখন দেশগুলোর সে আগ্রহ নেই। এ অবস্থায় যদি কোনো তৃতীয় দেশ রোহিঙ্গাদের নিতে চায়, সে ক্ষেত্রে না করবেনা বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে পুনর্বাসনেও গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে বছরে ছোট পরিসরে রোহিঙ্গাদের নিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রে দেওয়া এই প্রস্তাব বছর খানেক আগের বলেই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কত সংখ্যক রোহিঙ্গা নিতে চায় সেটি এখনও নির্দিষ্ট নয়। তবে প্রতি বছরে সংখ্যাটা হাজারখানেক হতে পারে বলে ধারণা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। একই সঙ্গে তিনি বলেছেন, কিভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে, সেই মেকানিজমগুলো এখনও ঠিক হয়নি। আমরা এটাকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র প্রতি বছরই রোহিঙ্গাদের নেবে, এটা দিয়ে বড় ধরনের কোনো সমাধান হবে না। কিন্তু আশার কথা হচ্ছে, এটা শুরু হবে। আর কানাডা কিছু রোহিঙ্গা নিচ্ছে, সেটা ভিন্ন বিষয়। এটিও সে অর্থে বড় আকারে নয়। তবে, পুনর্বাসনের সঙ্গে আরও অন্য কোনো রাষ্ট্র যদি সম্পৃক্ত হতে চান তাদেরও আমরা সাধুবাদ এবং স্বাগত জানাব।
এদিকে চার দিনের সফরে শনিবার ঢাকা সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। মার্কিন মন্ত্রী হলেও তিনি নিজেকে শরণার্থী বাবা-মায়ের সন্তান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন। পঞ্চাশের দশকেরও আগে নয়েসের বাবা-মা কিউবা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। গতিহীন ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও রোহিঙ্গাদের আন্তর্জাতিক তহবিল সংকেটের মূহুর্তে তার এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা।
জুলিয়েটা ভ্যালস নয়েস রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখতে এরই মধ্যে কক্সবাজার এবং ভাসানচরে থাকা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। জুলিয়েটা ভ্যালস নয়েস রোববার বৈঠক করেন ঢাকায় ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডবিøউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। পরে এক টুইটে তিনি রোহিঙ্গাদের নিয়ে কাজ করা অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার দেশ জাতিসংঘের সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে বিস্মৃত সংকট হতে দেবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, জুলিয়েটা ভ্যালস নয়েসের ঢাকা সফরে রোহিঙ্গা শরণার্থীদের জীবন মান নিশ্চিতে তহবিল ঘাটতি কাটানো এবং তাদের টেকসই প্রত্যাবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন জোরদাওে বিস্তর আলোচনা হবে। সেইসঙ্গে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরো বাড়াতে দেশটির সহযোগিতাও চাওয়া হবে। বিশেষ করে, প্রত্যাবাসন প্রক্রিয়া জোর দেবে ঢাকা। এ সফরে তিনি পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ সময়ে মিলিত হবেন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জুলিয়েটা ভ্যালস নয়েস। যিনি স্টেট ডিপার্টমেন্টের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার অফিসের বিষয়গুলো দেখভাল করে থাকেন। এর আগে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর এবং ভারপ্রাপ্ত পরিচালওে দায়িত্ব পালন করেন। ছিলেন ক্রোয়েশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ও ভ্যাটিকানে চার্জ দ্য অ্যাফেয়ার্স। তারও আগে স্টেট ডিপার্টমেন্টে ইউরোপীয় ও ইউরোশিয়ান বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী ছিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
