প্রকাশিত: Tue, Jan 31, 2023 4:02 PM
আপডেট: Thu, Jul 3, 2025 4:39 PM

জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে ভারতের আমন্ত্রণ

খালিদ আহমেদ: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অতিথি দেশ হিসেবে অংশ নেবে বাংলাদেশ। আয়োজক দেশ ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকেই আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেশী বন্ধু দেশের কাছ থেকে পাওয়া এ আমন্ত্রণকে বড় সম্মান হিসেবে দেখছে সরকার। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

জি-২০ শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে যাবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছর ভারত জি-২০-এর সভাপতি। দেশটি এবার একটি ইউনিক কাজ করেছে, তারা সাউথ সাউথের মতামত নেওয়ার জন্য জি-২০-এর সদস্য নয়, এমন ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সম্মান।

আগামী ১-২ মার্চ দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. মোমেন অংশ নেবেন। তিনি বলেন, জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণের মাধ্যমে আমরা এমন একটি ফোরামে যাওয়ার সুযোগ পেয়েছি, যেখানে আমাদের সব বন্ধু ও উন্নয়ন অংশীদাররা থাকবেন। আমরা তাদের নানা বিষয় জানতে পারব। একই সঙ্গে আমাদের ইস্যুগুলোও তুলে ধরতে পারবো।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে একাধিক ইস্যুতে ভারতের বিভিন্ন স্থানে আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৫০টি বৈঠক হবে। এরই মধ্যে বিভিন্ন বৈঠকে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও ঢাকা থেকে কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

আরও জানা গেছে, আসন্ন ১-২ মার্চে জি-২০ দেশগুলোর বৈঠকের আগে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রার। তিনি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেপ্টেম্বরের দিল্লি সফর, মার্চে অনুষ্ঠেয় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রস্তুতির পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করবেন। তাই ভিনয় মোহনের আসন্ন ঢাকা সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দুই দেশ। - সম্পাদনা: এল আর বাদল