প্রকাশিত: Mon, Feb 13, 2023 4:31 PM
আপডেট: Sat, Jul 5, 2025 5:52 AM

ভূমিকম্পের ১৬৭ ঘন্টা পর তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়ালো

ইমরুল শাহেদ: ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন এলাকা হয়ে পড়েছে সিরিয়ার বিধ্বস্ত এলাকা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কোনো তাবু নেই, সহায়তা নেই। কেন এই এলাকা সকলের কাছে ভুলে যাওয়া একটি নামের মতো। হতে পারে সেটা গত এক দশক ধরে সেখানে গৃহযুদ্ধ চলার কারণে। কিন্তু ভূমিকম্পের দুর্যোগে তাদেরও বাঁচার অধিকার আছে। দক্ষিণাঞ্চলীয় তুরস্কে নানা সরঞ্জাম নিয়ে উদ্ধারকর্মীদের ভীড় দেখা গেলেও সংলগ্ন সিরিয়ায় যাচ্ছে না কেউ। কোনো কোনো এলাকায় অবশ্য উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভূমিকম্পের অষ্টমদিনে দেখা যাচ্ছে, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ১৪৩ জন হয়েছে। সোমবার পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৩ এবং সিরিয়ায় চার হাজার ৫৭৪।

৬ ফেব্রুয়ারি ৪৫ সেকেন্ডের ভূমিকম্পের পর আরও ২৩ শ’র বেশি আফটার শক হয়েছে বলে জানিয়েছে ভূতাত্বিক জরিপ সংস্থা। এতে যেসব ভবন এখনও অক্ষত আছে সেগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এর আগে ১৯৩৯ সালে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। 

জাতিসংঘ বলেছে, সিরিয়া সরকার নিয়ন্ত্রিত যেসব অঞ্চল বিদ্রোহীদের দখলে রয়েছে, তাতে তাহরির আল-শাম সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে অনুমোদন সমস্যা থাকায়, সে সব অঞ্চলে সহায়তা বন্ধ রাখা হয়েছে। পক্ষান্তরে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবী সংগঠন বলেছে, বিদ্রোহী কবলিত উত্তর-পশ্চিম সিরিয়ায় উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।  

জাতিসংঘের সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন, বিশ্ব এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম সিরিয়ার লোকদের ব্যর্থ করেছে, সেখানে বেঁচে থাকা মানুষগুলো ‘ঠিকই পরিত্যক্ত বোধ করছে।’ তুরস্ক থেকে সিরিয়ায় সহায়তা প্রবেশ পথ আরো বাড়ানোর অনুমোদন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।’

সিরিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমিকম্পের পর এই প্রথম সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি ত্রাণ সামগ্রীর জাহাজ সিরিয়া পৌঁচেছে। জাহাজটি এসেছে ইতালি হয়ে। দামেস্কে ইতালির রাষ্ট্রদূত পূবাহ্নে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অ্যাম্বুলেন্স ও ১৩ প্যালেট চিকিৎসা সামগ্রীসহ ৩০ টন সহায়তা সামগ্রী পাঠাচ্ছে ইতালি। এই সামগ্রী পাঠানো হয়েছে সিরিয়া সরকারকে। 

কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা সফর করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি রোববার ইস্তান্বুলে এক টুইটে বলেছেন, ‘আমি ভাই রিসেপ তাইয়্যাপ এরদোগানের সঙ্গে দেখা করেছি এবং তুরস্ক ও সিরিয়া পরিস্থিতির আদ্যোপান্ত জেনেছি।’ ভূমিকম্পের পর কাতারের আমীরই প্রথম ব্যক্তি যিনি তুরস্ক সফর করলেন। সম্পাদনা: খালিদ আহমেদ