প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:10 PM
আপডেট: Wed, Jul 2, 2025 12:01 AM

কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধবিমান বানাবে যুক্তরাজ্য-ইতালি-জাপান

ইমরুল শাহেদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণে যুক্তরাজ্য, ইতালি এবং জাপানের উদ্যোগের কথা শিগগিরই ঘোষণা করবেন বলে বিবিসি জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই যৌথ এই উদ্যোগের লক্ষ্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ইতালি এবং জাপান পরবর্তী প্রজন্মের ফাইটার জেট তৈরি করবে, যা শেষ পর্যন্ত টাইফুন জেটকে প্রতিস্থাপন করবে। নতুন ওই যুদ্ধবিমান ২০৩০ এর দশকের মাঝামাঝি সময়ে কার্যক্রম শুরু করবে। এছাড়া নতুন এই ঝটিকাগতির যুদ্ধবিমান সর্বাধুনিক অস্ত্র বহন করতে সক্ষম হবে বলেও আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক এই যুদ্ধবিমানের উন্নয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মূলত এই ধরনের যুদ্ধবিমান তৈরি করার লক্ষ্য হচ্ছে, এটি তীব্র গতি সম্পন্ন হবে, উন্নত সেন্সর ব্যবহার করবে এবং এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে, বিশেষ করে যখন মানব পাইলট অভিভূত হবে বা চরম চাপের মধ্যে থাকবে।

এছাড়া প্রয়োজন হলে এই যুদ্ধবিমান পাইলটের ইনপুট ছাড়াই উড়ে যেতে পারে এবং হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হতে পারে। কিন্তু এই ধরনের একটি জটিল বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। আর তাই এই কাজে ব্রিটেন অংশীদারদের সন্ধান করছে। বিবিসি বলেছে, ব্রিটেনের এই উদ্যোগে ইতালি আগে থেকেই ছিল। তবে এই উদ্যোগে জাপানের সংযোজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। কারণ চীনকে নিয়ে ক্রমবর্ধমান চিন্তা ও উদ্বেগের কারণে ব্রিটেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। অবশ্য অন্যান্য দেশগুলো এখনও এই উদ্যোগে যোগ দিতে পারে। ফ্রান্স, জার্মানি এবং স্পেন ইতোমধ্যেই তাদের নিজস্ব আলাদা ডিজাইনে একসঙ্গে কাজ করছে, যেমন যুক্তরাষ্ট্রও করে থাকে।’ সম্পাদনা: খালিদ আহমেদ