প্রকাশিত: Sat, Feb 3, 2024 11:42 AM
আপডেট: Tue, Jul 1, 2025 11:23 PM

কানাডার সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

 শওগাত আলী সাগর: ছবির দু’জন কানাডার কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকলেম এবং সিনিয়র ডেপুটি গভর্নর ক্যারোলিন উইলকিনস। বৃহস্পতিবার তাদের আমন্ত্রণ জানানো হয়েছিলো অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে। দেশের ইনফ্লেশন, হাউজিং ক্রাইসিসসহ  দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দুই শীর্ষ ব্যক্তিত্বের  মতামত জানতে চেয়েছিলেন সংসদ সদস্যরা। দুজনেই এমপিদের মুখের উপর বলে এসেছেন, সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বলেন। সরকারের অপ্রয়োজনীয় ব্যয় না কমালে কেবল মনিটারি পলিসি দিয়ে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা যাবে না। 

সংসদীয় কমিটির বৈঠকে প্রবেশের আগের এই ছবিটি ধরা পরেছে দ্যা কানাডিয়ান প্রেসের ক্যামেরায়। নীতিনির্ধারকদের বডিল্যাংগুয়েজ নাকি অনেক কিছুর ঈঙ্গিত দেয়। গভর্নরের হাঁটার ভঙ্গিটা কীসের ইঙ্গিত দিচ্ছে! ফেসবুক থেকে