প্রকাশিত: Wed, Jan 11, 2023 7:17 AM
আপডেট: Sat, Jul 5, 2025 1:31 AM

বিএনপি ও নূরের দলের সম্পর্ক এখন যতোটা ভালো, ভবিষ্যতে তা নাও থাকতে পারে

ব্রাত্য রাইসু

বাংলাদেশ গণঅধিকার পরিষদ কি বিএনপির চাইতে শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হইতে পারে? আমি মনে করি, পারে। তাঁর জন্যে জনাব নুরুল হক নুরকে আগে কারাগারে থাইকা জনপ্রিয়তা আরো বাড়াইতে হবে। বিএনপির সমান জনপ্রিয়তা পাইতে হইলে গ্রামে গ্রামে নুরের পক্ষের প্রচার আরো বাড়াইতে হবে এবং প্রচার বাড়ানো হবে। এর জন্যে দরকারে আওয়ামী লীগের সঙ্গে নুরের দলের ফাইটিং দেখা যাইতে পারে। পরে ভোট শেষ হইলে নুরের দল যে কয়টা আসন পাবে,

তখন যদি কোয়ালিশন করতে হয় (এইটা হওয়ার সম্ভাবনা বেশি) তখন বিএনপিরে সাপোর্ট না দিয়া আওয়ামী লীগরে সাপোর্ট দিতে পারে নুরের দল (যেহেতু রাজনীতিতে সকলই সম্ভব)। তখন যা হওয়ার কথা ছিল তাই আরো হইতে থাকতে থাকবে। কাজেই ধারণা করা যায়, বিএনপি ও নুরের দলের সম্পর্ক এখন যতটা ভালো, ভবিষ্যতে তা নাও থাকতে পারে। লেখক: কবি