প্রকাশিত: Wed, Jan 11, 2023 7:25 AM
আপডেট: Sat, Jul 5, 2025 2:05 AM

এরিস্টটল প্রথম ডিএনএ’র ধারণা দেন?

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম

[১] পিথাগোরাস আড়াই হাজার বছর পূর্বে বংশগতির ধারা নিয়ে প্রথম একটি তত্ত্ব উপস্থাপন করেন। [২] তিনি মনে করতেন, বংশানুক্রমিক তথ্য প্রধানত বহন করে পুরুষের শুক্রাণু। এ তত্ত্ব ‘স্পার্মিজম’ নামে পরিচিত হয়, যেখানে বলা হয় একটি ভ্রুণের সব বৈশিষ্ট্য নির্ধারণে শুক্রাণুর কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। [৩] কিন্তু এরিস্টটল ভিন্ন একটি মত চালু করেন। তিনি বলেন, যা হস্তান্তরিত হয় তা আসলে কোনো ‘বস্তু’ নয়, বরং কোনো ‘বার্তা’। তার মানে বংশগতির বিস্তার হচ্ছে মূলত ‘তথ্যের বিস্তার’। ম্যাসাজ বা বার্তা ম্যাটারিয়াল বা উপাদানে রূপান্তরিত হয়। [৪] উক্ত ধারণা বর্তমানের ‘ডিএনএ’ ধারণার পূর্বসূরী। [৫] তাই জীববিজ্ঞানী ম্যাক্সডেলব্রুক বলেছিলেন, ‘ডিএনএ আবিষ্কারের জন্য এরিস্টটলকে মৃত্যু পরবর্তী নোবেল পুরস্কার দেওয়া উচিত’। লেখক: মনোবিদ