প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:40 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:03 PM

বিএনপি ১-০ গোলে এগিয়ে গেলো!

আব্দুল হাই সঞ্জু : আমেরিকা-রাশিয়াও অনেকদিন ধরে একে অপরকে উত্তেজিত করে আসছিল। কিন্তু আগে ফাউল করার উত্তেজনা থেকে দুই পক্ষই নিজেদের নিবৃত্ত রেখে আসছিল। ফলে কিছু দেশ, যেমন- ফিনল্যান্ড, সুইডেন ন্যাটোর সদস্য না হয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আসছিল। কিন্তু উত্তেজনা ধরে রাখতে না পেরে ইউক্রেনে হামলা করার মাধ্যমে প্রথমে ফাউল করে বসে রাশিয়া।  এর পরিণতিতে পশ্চিমা বিশ্বসহ অনেক দেশের কাছে রাশিয়া ভিলেনে পরিণত হয়। এখন পশ্চিমা দেশ এবং ন্যাটোর পাল্লা ভারি হয়েছে। ফিনল্যান্ড, সুইডেনও এখন চায় যতো তাড়াতাড়ি সম্ভব ন্যাটোর সদস্য হতে।  একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক খেলায় নয়াপল্টনে ফাউল করে ফেলেছে শেখ হাসিনার দল। বিএনপি কর্মীদের নিষেধ করা এবং হাল্কা ধাক্কাধাক্কি শুরু হওয়ার পর পুলিশ কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্তে নিজেদের নিবৃত্ত করতে পারতো। কিন্তু ধৈর্য্য না দেখিয়ে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়ে রীতিমতো বর্বরতা দেখিয়েছে পুলিশ। এভাবেই রাজনৈতিক এই খেলায় ভিলেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং মনোবল আরও কমে গেলো।  পুলিশের এই খেলার পদ্ধতি পূর্বপরিকল্পিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই কৌশলকে বর্ণনা করা হয় এভাবেÑ ঞঐঊ ইঊঝঞ উওঋঋঊঘঈঊ ওঝ ঙঋঋঊঘঈঊ. অর্থাৎ, কেউ আপনাকে মারার পরিকল্পনা করছে জানলে, আপনি নিজেই আগে তাঁকে মেরে দিন। তাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তবে যে কারণেই নয়াপলটনের ঘটনাটি ঘটুক না কেন, বিএনপি ১-০ গোলে এগিয়ে গেলো।  লন্ডন। ফেসবুক থেকে