
প্রকাশিত: Thu, Dec 15, 2022 4:33 AM আপডেট: Tue, Jul 1, 2025 10:04 PM
মরক্কোর ভেতর ও বাহির : ১৩ কিচ্ছা
মেজর খোশরোজ সামাদ: মুসলিম এবং আফ্রিকার দেশ এই দুই হুজুগে ফুটবলে ব্যপক পরিমাণ বাংলাদেশি দর্শক মরক্কোকে সমর্থন করা শুরু করেছে। জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে ২০১৭ সালে একবছর মরক্কোর দখল করে নেওয়া ওয়েস্টার্ন সাহারায় পৃথিবীর প্রায় ৩৬টি দেশের শান্তিরক্ষীদের সাথে কাজ করবার অভিজ্ঞতায় যা প্রত্যক্ষভাবে দেখেছি- [১] অধিকাংশ মরোক্কা অধিবাসী নিয়মিত নামাজ পরে। [২] বিপুল সংখ্যক মরক্কান বারে মদ্যপান করে, এদের বিরাট অংশ পাঁড় মাতাল। [৩] মেয়েরা ডিসকোতে যায়। ‘সিসা’ (আধুনিক হুক্কা জাতীয় পাত্র) এর মধ্যে ধোঁয়া আকারে মাদক গ্রহণ করে।
[৪] বিশাল অত্যাধুনিক ক্যাসিনোতে পুরুষের সঙ্গে নারীরাও সন্ধ্যা হতে ভোর রাত পর্যন্ত ভিড় জমায়। [৫] সমুদ্র পাড়ে ইউরোপীয় পর্যটকদের সাথে পাল্লা দিয়ে মরোক্কোর নারীরা সল্প বসনে সমুদ্র স্নান করে। বিদেশিদের মনোরঞ্জন করবার জন্য যতো রকম ব্যবস্থা দরকার সেগুলো সহজলভ্য। [৬] দোকানিরা মাপে কম দেয়, ভেজাল মেশায়। [৭] ট্যাক্সিওয়ালা পর্যটকদের হাল হকিকত বুঝে তাঁদের জিম্মি করে যথেচ্ছা ভাড়া দাবি করে। [৮] স্রষ্টার নামের পাশে তাদের রাজার কথা লিখে রাখে।
[৯] ওয়েস্টার্ন সাহারা নামের বিশাল অঞ্চল মরক্কো কূট কৌশলে দখল করে। সেখানকার আদিবাসীরা মুসলমান হলেও তাদের সরলতার সুযোগ নিয়ে খনিজ সম্পদ ও মৎস্য সম্পদের লোভে প্রতারণা করে সশস্ত্র আক্রমণ চালিয়ে ব্যপক হত্যাযজ্ঞ চালায়। অধিকাংশ জনগোষ্ঠী নিকটবর্তী আলজেরিয়ায় পালিয়ে আজও উদবাস্তু হয়ে মানবেতর জীবন যাপন করছে।
[১০] কিছু সংখ্যক সাহারান আদিবাসীরা সশস্ত্র বিল্পবী সংগঠন ‘পোলিসারিও’ গঠন করে। দেশপ্রেমিক পোলিসারিওরা মাতৃভূমিকে বাঁচাতে মরিচা ধরা নগন্য কিছু অস্ত্র নিয়ে রয়েল মরক্কান আর্মির মতো আধুনিক সমরাস্ত্রসজ্জিত সেনাবাহিনীর সাথে অসম লড়াই শুরু করে। [১১] পোলিসারিওদের দীর্ঘমেয়াদী গেরিলা লড়াইয়ের প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে দুইপক্ষের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়। এই শান্তিচুক্তি কার্যকর করা ও দুইপক্ষই শান্তিচুক্তি মেনে চলছে সেটি সরজমিনে অভজার্ভ করাই জাতিসংঘ শান্তি মিশনের ম্যান্ডেট ক্ষমতার মদমত্ত রয়াল মরোক্কান আর্মি প্রায়ই ভেঙ্গে ফেলবার চেষ্টা করে।
[১২] রেডিও ট্রান্সমিটারসহ মরুভূমিতে চলবার নানা সংবেদনশীল যন্ত্র সম্বলিত আমার সামরিক প্রাডো গাড়ি অজ্ঞাতনামা সন্ত্রাসীরা রাতের আঁধারে ভেঙ্গে দেয়। আমি গাড়িতে থাকলে আমার কী হতো আমি সেটা জানি না। [১৩] খেলায় রাজনীতি না মেশালেও ধর্মীয় জোশ আর নিপীড়িত জনগনের প্রতিনিধি(?) আফ্রিকার ধোঁয়া তুলে মরক্কোকে সমর্থন দেওয়া কি উচিত হবে?
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
