প্রকাশিত: Wed, Dec 21, 2022 4:18 AM
আপডেট: Wed, Jul 2, 2025 10:44 AM

এমবাপ্পে অসাধারণ একজন ফুটবলার, কিন্তু মেসি নন

অনির্বাণ মাইতি : এমবাপ্পে অসাধারণ প্লেয়ার, সেটা কিন্তু ২০১৮ থেকেই প্রমাণিত। ইউরো ফ্যানেরা ওকে ফাইনালের পরে ভগবান বানানোর চেষ্টা করছে। যে বিষয়টা ধামাচাপা পড়ে যাচ্ছে সেটা হলো ও দুটো গোল পেনাল্টিতে করেছে। একটা গোল নিজের চেষ্টায় করেছে। আর প্রথমার্ধের ৭০ মিনিট ওকে বোতলবন্দী করে রাখা হয়েছিলো। মারিয়ার চোট থাকায় ওকে তুলে নেওয়া হলো যেই, সাথে সাথে এমবাপ্পে তেড়েফুঁড়ে উঠলো। তাতেও লাভ কিছু হচ্ছিলো না সঙ্গীরা পেনাল্টি আদায় করে দিলো। ও গিয়ে দুটো গোল করলো। বাকি নিজে কয়েকটা চেষ্টা করেছে কাজে আসেনি। দ্বিতীয় পেনাল্টিটা আমাদের গাম্বাট ওটামেন্ডির জন্য। 

মেসিকে সবকটা ম্যাচে ম্যান মার্কিং করেও কেউ বোতলবন্দী করতে পারে নি।ওর একের পর এক পাসেই ডিফেন্স ভেঙে যায়। প্রথমার্ধে  এমবাপে আদৌ খেলছিল কিনা বোঝাই যাচ্ছিল না।এখনই মেসির সাথে তুলনা করার খুব দরকার নেই। এমবাপ্পে অসাধারণ একজন ফুটবলার কিন্তু মেসি নয়, মেসি অতিমানব। ফেসবুক থেকে