প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:29 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:35 AM

দেশের কবি-সাহিত্যিকদের একটি অংশ প্রতিবারই লিট ফেস্ট ঘনিয়ে এলে গালাগালি, নিন্দার সিত্রাং বইয়ে দেন, কিন্তু কেন?

স্বকৃত নোমান: ক’দিন পরেই লিট ফেস্ট। ঢাকায় সাহিত্যের আন্তর্জাতিক উৎসব। এবার ওরহান পামুক আসছেন, আবদুল রাজ্জাক গুরনাহ আসছেন, গীতাঞ্জলী শ্রীসহ অনেকে আসছেন। ইতোমধ্যে গালাগালি পর্ব শুরু হয়েছে। বাংলাদেশের কবি-সাহিত্যিকদের একটি অংশ প্রতিবারই লিট ফেস্ট ঘনিয়ে এলে গালাগালি, খিস্তি-খেউড়, নিন্দার সিত্রাং বইয়ে দেন। এবারও যথারীতি তাই করছেন। তাঁরা কেন এই সাহিত্য উৎসবটির বিরুদ্ধে উঠে-পড়ে লাগেন, তার কারণ অজানা। তবে কিছু কারণ আন্দাজ করা যায়। যেমন, সাহিত্য উৎসব একটি নিকৃষ্ট কাজ। সাহিত্যের  এতো বড় রথি-মহারথিদের নিয়ে লিট ফেস্টের মতো এমন উৎসবের আয়োজন করতে ভারত পারছে না, নেপাল পারছে না, পাকিস্তান পারছে না, ভুটান পারছে না, মিয়ানমার পারছে না, শ্রীলঙ্কা পারছে না, কিন্তু বাংলাদেশ পারছে। কেন পারছে? এটা অসহ্য। 

কবি-সাহিত্যিকরা ঘরের দরজা বন্ধ করে চুপচাপ লিখবেন, এসব উৎসবে যোগ দিয়ে সময় নষ্ট করবেন কেন? লিট ফেস্ট এ দেশের কবি-সাহিত্যিকদের সময় নষ্ট করে বড় ক্ষতি করছে। আর বড়লোকেরা কেন সাহিত্য করবে? কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান ইত্যাদি করার অধিকার বড়লোকদের নেই, আমরা তাদের সেই অধিকার দিইনি। রবীন্দ্রনাথ জমিদার ছিলেন, বড়লোক ছিলেন, এ কারণে তাঁর সাহিত্য কিছু দাঁড়ায়নি। বড়লোকের প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভল, ফোক ফেস্টিভল করতো। এখন করতে পারছে না, বন্ধ হয়ে গেছে। খুব ভালো হয়েছে। কারণ গান শোনা খারাপ। লিট ফেস্টও বন্ধ হয়ে যাক। দেশে অর্থনৈতিক সংকট চলছে। অচিরেই বাংলাদেশের দশা শ্রীলংকা-পাকিস্তানের মতো হয়ে যাবে। এই সংকটকালে এসব উৎসব করে অর্থ অপচয় কেন? এই টাকা বরং গরিবদের দিলে ভালো। অল্প কয়েকটি কারণ আন্দাজ করে দেওয়া গেলো। আরও কারণ থাকতে পারে। ছোট মাথায় সেগুলো ধরছে না। লেখক: কথাসাহিত্যিক