
প্রকাশিত: Tue, Dec 13, 2022 6:01 PM আপডেট: Wed, Jul 2, 2025 4:06 AM
১০ ডিসেম্বর জনগণ জয়ী হয়েছে সরকার হেরেছে: ড. মোশাররফ
সালেহ্ বিপ্লব: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিতে মকবুল হোসেন হত্যা, মিথ্যা মামলা, এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় জবর-দখল করার প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, ১০ ডিসেম্বর জনগণ বিজয়ী হয়েছে, সরকার পরাজিত হয়েছে। অনেক রকম বাধার সৃষ্টি করেও বিএনপির সমাবেশে জন¯্রােত ঠেকাতে পারেনি সরকার। স্মরণকালের বৃহত্তম এই সমাবেশ থেকে জনতা সরকারকে লাল কার্ড দেখিয়েছে। স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, এই সরকার ইতিপূর্বেও লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছে। আবারও দেশটাকে সেদিকে নিয়ে যেতে চাইছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আন্দোলন সফল হবে, এই ভোট ডাকাত সরকারের পতন ঘটানো হবে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু বলেন, জনগণ যখন বের হয়ে আসবে তখন পুলিশের গুলি কোন কাজে আসবে না। বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে একজনই আছে ভোট ডাকাত, তিনি এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হাসান বলেছেন, বিএনপি’র ১০ দফা না মানলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, জীবন দিতে প্রস্তুত আছি, তবু হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে তালাক দিয়েছি, বিএনপি’র কাউকে কোলে টানার চেষ্টা করে লাভ হবে না। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
