প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:15 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:04 PM

ট্রফি জড়িয়ে স্বস্তির ঘুম ঘুমিয়েছেন মেসি

জেরিন আহমেদ: স্বপ্নের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দেশে পৌঁছেছে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে। আর্জেন্টিনায় তখন রাত আড়াইটা। দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেয়েছে মেসিরা। লাখ লাখ ভক্ত-সমর্থকরা মেসিদের বরণ করে নেয় পরম ভালোবাসায়।  

ছাদখোলা বাসে বুয়েন্স আয়ার্সে প্রদক্ষিণের পর ফুটবলাররা চলে যায় নিজ নিজ বাসায়। আরাধ্যের ট্রফি নিয়ে হয়তো রাতে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। সকাল হওয়ার পর ট্রফি পাশে রেখেই কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ট্রফি নিয়ে ঘুমাচ্ছেন তিনি। পরেরটাতে ট্রফি আগলে রেখে মেসির স্বস্তির হাসি। তৃতীয় ছবিতে সোনালি ট্রফি ডান হাতে রেখে কিছু একটা পানীয় খাচ্ছেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। পরম আরাধ্যের সোনার কাপটা নিজের করে নেন লিওনেল মেসি। সেদিন থেকেই চলছে আর্জেন্টিনার জয়োৎসব। সম্পাদনা: খালিদ আহমেদ