প্রকাশিত: Wed, May 31, 2023 5:39 AM
আপডেট: Fri, May 9, 2025 10:11 PM

চীনের বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে মিয়ানমারে

ইমরুল শাহেদ: এই মাসের শুরুর দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের নেপিডো সফরের সময় চীন-সমর্থিত পাইপলাইন রক্ষাকারী জান্তা সৈন্যদের বিরুদ্ধে বিক্ষোভ এবং হামলার একটি সিরিজ ঘটেছে। ইরাবতি

২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর এটাই ছিল চীন সরকারের উর্ধ্বতন কোনো কর্মকর্তার মিয়ানমার সফর। কিন গ্যাং সফরকালে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কিং গ্যাংয়ের মিয়ানমার সফর শুধু বন্ধুত্বেরই স্মারক নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মিয়ানমারের সমর্থকও চীন। 

একই দিন চীনের পররাষ্ট্রমন্ত্রী সাবেক সামরিক স্বৈরশাসক থান সুয়ের সঙ্গেও কথা বলেছেন। 

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের দিন মিয়ানমারের কিছু কিছু এলাকায় চীন বিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় তারা মিয়ানমারের সেনা শাসককে সমর্থন না করার আহবান জানান চীনকে। 

কিন গ্যাংয়ের সফরের দুই দিন পর সাগায়িং অঞ্চলের লেটপাডং এলাকায় চীন সহযোগিতায় চলমান একটি তাম্র খনির কাছে বিক্ষোভকারীরা চীনের পতাকা পুড়িয়ে বেইজিংয়ের সমর্থনের প্রতিবাদ জানায়। 

গত ৯ মে একই ধরনের চীন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সাগায়িং অঞ্চলের ইয়ানমাবিন ও সেলিনগাইয়ে। চীনের সহযোগিতায় জান্তা বাহিনী বেসামরিক লোকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। 

মিয়ানমারের এই বিক্ষোভ বিদেশেও ছড়িয়ে পড়েছে। ১০ মে লন্ডনে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে মিয়ানমারের বিক্ষুব্ধ প্রবাসীরা। ব্যানারে লেখা হয়েছে, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করছে চীন। ব্যানারে লেখা ছিল, মিয়ানমার জান্তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের মদদ দেওয়া বন্ধ করুন, চীন, বার্মা ছাড়, বার্মিজ সম্পদ চীনাদের জন্য নয়।  এমনি আরো অনেক রকম ব্যানার ছিল বিক্ষোভকারীদের হাতে। গত সপ্তাহে, চীন বিরোধী এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে। 

এছাড়া মিয়ানমারের সাগাইং, ম্যাগওয়ে, ইয়াঙ্গুন এবং মান্দালেতেও বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা চীনা পতাকা এবং জান্তা প্রধান মিন অং হ্লাইং এবং চীনা পররাষ্ট্রমন্ত্রীর ছবি পুড়িয়ে দেয়। তারা ‘চীন: ফ্যাসিবাদী অপরাধীদের সমর্থন করে মিয়ানমারের জনগণকে হত্যা করা বন্ধ কর’, ‘চীন: মিয়ানমারের জনগণের কণ্ঠকে সম্মান কর’ এবং ‘ফ্যাসিবাদী অপরাধীদের সমর্থন করা বন্ধ কর’ ইত্যাদি লেখা ব্যানারও বহন করেছে।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব