প্রকাশিত: Wed, Oct 12, 2022 3:07 PM
আপডেট: Tue, Jul 1, 2025 11:58 PM

কাতা‌রে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

কূটনী‌তিক মোহাম্মাদ নজরুল ইসলামকে কাতা‌রে নতুন রাষ্ট্রদূত হি‌সে‌বে নি‌য়োগ দেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তিনি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দীনের স্থলাভিষিক্ত হ‌বেন।

বুধবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বর্তমা‌নে ইথিওপিয়ায় বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন কর‌ছেন পেশাদার কূটনী‌তিক নজরুল। তি‌নি ইথিওপিয়ায় পাশাপা‌শি সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নে (এইউ) অনাবাসিক রাষ্ট্রদূতেরও দা‌য়িত্ব পালন কর‌ছেন।

বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নজরুল এর আগে রোম, কলকাতা ও জেনেভায় কর্মরত ছিলেন।