প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:24 PM
আপডেট: Wed, Jul 2, 2025 4:02 AM

রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

মাজহারুল ইসলাম: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন বিশিষ্ট নারী। শুক্রবার সকালে  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন। পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়। এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, নড়াইল জেলার ড. আফরোজা পারভীন, ঝিনাইদহ জেলার নাছিমা বেগম এবং ফরিদপুর জেলার রহিমা খাতুন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব