প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:10 PM
আপডেট: Wed, Jul 2, 2025 7:46 AM

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মানদৌস’, বন্দরে ২ নম্বর সংকেত বহাল

জেরিন আহমেদ: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ‘মানদৌস’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ জন্য বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। শুক্রবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বরছে, প্রবল লঘুচাপ ‘মানদৌস’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি শুক্রবার রাত নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এরপর এটি দুর্বল হয়ে শনিবারের মধ্যেই গভীর নিম্নচাপ ও নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।  সম্পাদনা: এল আর বাদল