প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:55 PM
আপডেট: Wed, Jul 2, 2025 9:03 AM

বিশ্বকাপ ফুটবলে সমর্থন নিয়ে ৩ জেলায় সংঘর্ষে নিহত ৩

মুরাদ হাসান: সাভার, বাগেরহাট ও হবিগঞ্জে পৃথক সংঘর্ষে এ  হতাহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

বাগেরহাট :  মোড়েলগঞ্জে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা শেষে তর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টুটুল হাওলদার নামের এক যুবক  নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে ক্রোয়েশিয়া। টুটুল ব্রাজিল সমর্থক ছিলেন। দিনগত রাতে পৌনে ১২টার দিকে খেলা শেষে টুটুল ও বাবুল হাওলাদার তর্কে জড়ান। এক পর্যায়ে টুটলকে ছুরিকাঘাত করেন বাবুল হাওলাদার নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। ঘাতক বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন,  এ ঘটনায় মামলা হয়েছে।

সাভার : ব্রাজিল- ক্রোয়েশিয়ার খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে সাভারে ছুরিকাঘাতে নিহত হয়েছেন হাসান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে সাভারের ডগরমোড়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসান সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে একটি জুতার কারখানায় চাকরি করতেন। স্থানীয়দের বরাতে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ জানান,  ব্রাজিলের  খেলা শেষে হার-জিত নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন ক্ষিপ্ত এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসানকে।

হবিগঞ্জ :  বাহুবলে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আব্দুস শহীদ  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ব্রাজিলের খেলা চলাকালীন সময়ে আদিত্যপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে আর্জেন্টিনা সমর্থক রুখন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। 

একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেন। শনিবার সকালে রুখনের বাবা আব্দুস শহীদকে একা পেয়ে বেধড়ক মারপিট করেন প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: খালিদ আহমেদ