প্রকাশিত: Tue, Dec 20, 2022 3:56 PM
আপডেট: Sat, Jul 5, 2025 3:27 PM

যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কীভাবে: ওবায়দুল কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এখন মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিএনপির মিথ্যা তথ্য জনগণ বিশ্বাস করে না। ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ব্যর্থ চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপ কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ভোট চুরি করে প্রহসনের নির্বাচন করেছে। তারাই গণতন্ত্রের নামে ইয়েস নো ভোট চালু করেছে।  পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া ও খুলনার মঞ্জুরুল ইমামকে হত্যা করেছে। সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি, হত্যা করেছে যশোরের শামসুর রহমানকে। বিএনপি নাকি ২৭ দফা দিয়ে রাষ্ট্র মেরামত করবে। বিএনপির হাতে তো রক্তের দাগ। কাজেই যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কীভাবে? এটা নতুন কিছু নয়, এটা তাদের স্ট্যান্টবাজি। এতে তাদের আন্দোলন জমবে না। মানুষ বিভ্রান্তও হবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মিথ্যাচারের হোতা। তাদের মুখে সত্যের বাণী আরেক আশ্চর্য। কারণ তারা তো মিথ্যাচার করে, মিথ্যাকে সত্য বানাতে চায়। এদেশের মানুষ এতো বোকা নয়, যে তাদের মিথ্যাচার বিশ্বাস করবে। বিএনপির নেতারা ক্ষমতার লোভে মাঠে নেমেছে। কিন্তু দেশের মানুষকে আজও নামাতে পারনি। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ মাধ্যমে উন্নয়ন সাধন করেছেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল উন্নয়নের কাণ্ডারী মনে করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব