নিজস্ব প্রতিবেদক : শিলংয়ের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম সম্পাদক সালাউদ্দিনকে দেখতে ভারতে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল রোববার দুপুরে তিনি কলকাতা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শিলংয়ে অবস্থানরত বিএনপিনেতাদের সঙ্গে ফোনে কথা বলেন।
তাবিথ আউয়াল কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আসামের গৌহাটি বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়ক পথে তিনি শিলংয়ে যান। তাবিথ আউয়াল শিলংয়ের পুলিশবাজারের আলপাইন ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছেন। শিলংয়ে অবস্থানরত বিএনপিনেতাদের সঙ্গে দেখা হলেও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তার দেখা হয়নি।