ইসমাঈল হুসাইন ইমু : নিবন্ধনহীন মোটরসাইকেল আরোহীদের সতর্ক করে দিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এ এম শহীদুল হক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে মোটরসাইকেলের নিবন্ধন সংগ্রহ করতে হবে। অন্যথায় সারাদেশে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে। গতকাল রোববার দুপুরে পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, আগামী ৩ জুন থেকে সারাদেশে ব্যাপক অভিযান চালানো হবে। ওই সময় মোটরসাইকেল আরোহীকে অন্তত লাইসেন্সের জন্য জমা দেয়া টাকার রশিদ দেখাতে হবে। তা না হলে অবৈধ মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হবে। তিনি আরো বলেন, ঢাকা শহর ছাড়াও দেশের অন্য জেলাগুলোতে পরিদর্শন করে দেখেছি ওইসব জেলায় প্রায় ৯০ শতাংশ মোটরসাইকেল নিবন্ধন ছাড়াই চলছে। এভাবে চলতে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছি নিবন্ধনহীন মোটরসাইকেল রাস্তায় কোনোভাবেই চলবে না। মোটরসাইকেল মালিকদের সুবিধার্থে আগামী ১৫ দিন লাইসেন্স করার জন্য সময় দেয়া হলো। এর মধ্যে বিআরটিএ এর মাধ্যমে টাকা জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করবেন। বিআরটিএ কর্তৃপক্ষ নিবন্ধনের কাগজপত্র সরবরাহ করতে না পারলেও টাকা জমা দেয়ার রশিদ সঙ্গে রাখতে হবে। সম্পাদনা : সানোয়ার