তরিকুল ইসলাম: ইমপ্লয়মেন্ট প্রাইমারী সিস্টেম ইপিএস এর মাধ্যমে কোরিয়ায় বাংলাদেশের কর্মী যাওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে প্রবাসীদের সঙ্গে সিউলে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। সূত্র জানায়, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোরিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব জাহিদুল ইসলাম ভূঞা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় কোরিয়ায় অবস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ওরগানাইজেশন, ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটিসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
এ সময় ইপিএস কর্মীরা তাঁদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে সেসব সমস্যা সমাধানের জন্যে কিছু প্রস্তাব রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থাপিত প্রস্তাবগুলো, কোরিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি সকলকে কোরিয়ার আইন-কানুন, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের আরও অধিক সংখ্যক কর্মী কোরিয়ায় আসতে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
মতবিনিময় সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সকলকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সম্পাদনা: রেজাউল আহসান