মনিরা আক্তার মিরা: ভারতের পশ্চিমবঙ্গের কাঁকুড়গাছি এলাকায় ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক নারী। রোববার বিকেল সাড়ে ৫টায় ছাদ থেকে লাফিয়ে পড়ে বিকাশ ম-ল নামের এক ব্যক্তির গাড়ির ছাদে পড়েছিলেন ওই নারী। অবাক করার বিষয় হচ্ছে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েও নারীটি প্রাণে বেঁচে গেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা করছেন ৩২ বছরের ওই নারী আত্মহত্যার উদ্দেশ্যেই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। গাড়ির উপরে না পড়লে তার বাঁচার সম্ভাবনা কম ছিল বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ফুলবাগান থানা কর্তৃপক্ষ জানায়, তিনি যে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন, ওই ভবনের বাসিন্দা ছিলেন না তিনি। বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং এর পরেই এই ঘটনাটি ঘটে। দুই বছর আগে বহুতল ভবনটি তৈরি করা হলেও নিয়মিত ভাবে সেখানে কেও থাকত না। এর আগে ২০১২ সালে ওই ভাবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মা ও দুই মেয়ে আত্মহত্যা করেছিলেন। সেই বহুতল ভবনে তাদেরও কোনও ফ্ল্যাট ছিল না। আনন্দবাজার। সম্পাদনা: খন্দকার আলমগীর হোসাইন