আব্দুর রাজ্জাক: এবার দ্রুত ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। প্রচ- গরম আবহাওয়ার জন্য ইতোমধ্যেই রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে সান্তা বারবারা কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অন্তত ৩ হাজার ২শ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ জানিয়েছে, দাবানল গত শনিবার নাগাদ রাজ্যটির ইওলো কাউন্টিতে ছড়িয়ে পড়েছে এবং অন্তত ২ হাজার মানুষকে বিদ্যুৎহীন করেছে। দাবানল ইতোমধ্যেই প্রায় ৫০ থেকে ৮০ হেক্টর এলাকা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে যার মধ্যে অন্তত ২০টি ভবন ছিল। এটি আরো ব্যাপক বিস্তৃত হয়ে অঞ্চলটির প্রায় ২২হাজার একর জুরে ছড়িয়ে যায় যা অন্তত ৯ হাজার হেক্টরের সমপরিমাণ।
পরে তা পার্শবর্তী নাপা কাউন্টিতেও আঘাত হানে বলে বিভাগটি দাবি করেছে। উল্লেখ্য, ১০০ অগ্নিনির্বাপণ ট্রাক ও এক ডজন হেলিকপ্টার নিয়ে অন্তত ৩৫০ জন দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ফায়ার বিভাগ নিশ্চিত করেছে। দাবানলের আঘাতে ইতোমধ্যেই লেক কাউন্টির ১৪ হাজার ১৫০ একর সমপরিমাণ এলাকা পুড়ে গেছে। গত অক্টোবরে শুধু নাপা কাউন্টি ও সোনোমা উপত্যাকায় দাবানলের আঘাতে অন্তত ৪০ জন নিহত হয়েছিল এবং প্রায় ২ লাখ ৪৫ হাজার একর বন পুড়ে গিয়েছিল। ইয়ন নিউজ। সম্পাদনা: আজাদুল ইসলাম আদনান