প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মার্কিন কংগ্রেসের কানসাস প্রদেশের রিপাবলিকান প্রার্থী স্টিভ ফিটজারাল্ড এক বৈঠকে বলেছেন, পশ্চিমা সভ্যতার বাইরে সবাই বর্বর। নোংরা মানুষ শুধুমাত্র সুবিধা নেয় এবং অন্যান্যদের বসবাসের অসুবিধার সৃষ্টি করে। ফিজারাল্ড বলেন, দাসত্বের বিষয়ে প্রশ্ন করলে দেখা যাবে, কৃষ্ণাঙ্গ কিংবা ভারতীয় বংশোদ্ভূত ইন্ডিয়ানদের কিংবা শ্বেতাঙ্গদের সবাই দাসত্ব করেছে। তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে শ্বেতাঙ্গরা কখনোই নিজেদের হত্যা করেনি। তিনি আরো বলেন, খ্রিস্ট ধর্মের অধিকারীদের সবসময় হামলার মুখে পড়তে হয়। গর্ভপাতের বিষয়টি উল্লেখ করে বলেন, পশ্চিমা সভ্যতার সাথে গর্ভপাত বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা মানবতার বিষয়টি বিবেচনা করে একে স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। দ্য হিল। সম্পাদনা: আজাদুল ইসলাম আদনান