ইফ্ফাত আরা: ভারতের মধ্য প্রদেশের বান্দেলখাদ অঞ্চলের ছাতারপুর জেলার খাজুরাহো গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী, তিন আত্মীয়র দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। মধ্য প্রদেশে গত ১৫ দিনেরও কম সময় এ নিয়ে পঞ্চম বারের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন। ঘটনাটি শুক্রবার ঘটলেও শনিবার রাতে ভুক্তভোগীর পরিবার থেকে এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় ভুক্তভোগীকে তার বাড়ি থেকে তুলে ছাদে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। কিশোরীকে নির্যাতনের সময় ভুক্তভোগীর পরিবারের কেউ কোনো রকমের টের পাননি বলেও জানান। পুলিশ আরও বলেন, এই তিন আসামি, কিশোরীর প্রতিবেশি ও ভুক্তভোগীর আত্মীয়। খাজুরাহো পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত মিশরা জানান, “শিশুদের যৌন হয়রানি সুরক্ষার ‘প্রটেকশন অব এগেইনস্ট সেক্সুয়াল অফেন্সেস’-এ (পিওসিএসও) আইপিএস ৩৭৬ ধারা মামলা দায়ের করা হয়েছে। তবে আসামিরা এখনো পলাতক।” ভুক্তভোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য ছাতারপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তর প্রদেশের সাগর জেলার তেজপুর গ্রামে ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরীকে চারজন মিলে ধর্ষণ করে। এদিকে ২৬ জুন, মান্দসৌরে, আট বছর বয়সী এক শিশু, জাবালপুর জেলায় ২৮ জুন ১৫ বছর বয়সী এক কিশোরী ও সাতনায় এক জুলাই চার বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। হিন্দুস্তান টাইমস