প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: তুরস্কে নবনির্বাচিত সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। শনিবার দেশটির রাজধানী আঙ্কারায় নবনির্বাচিত ৬০০ সদস্য শপথ নেন। এদিকে, সংসদের নতুন স্পিকার হিসেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলড্রিমকে মনোনীত করা হয়েছে। রিসেপ তাইয়েপ এরদোগানের বিজয়ী দল জাস্টিস এন্ড ডেভোলেপমেন্ট পার্টি ‘একে পার্টি’র পক্ষ থেকে শপথ নেওয়া এমপিদের মধ্যে ২৯৫ জন, মুভমেন্ট পার্টির পক্ষ থেকে ৪৯ জন। এছাড়াও সেক্যুলার রিপাবলিকান পিপলস পার্টি ‘সিএইচপি’, পিপলস ডেমোক্রেটিক পার্টি ‘এইচডিপি’ এবং ন্যাশনালিস্ট আইডব্লিউআই ‘গুড’ পার্টির সদস্য।
প্রসঙ্গত, গত ২৪ জুন তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। এছাড়াও এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ৯ তারিখ শপথ নিচ্ছেন এরদোগান। আল-জাজিরা। সম্পাদনা: রেজাউল আহসান