ওমর শাহ: যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যের হাইওয়েতে রোগীসহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে চারজন আহত হয়েছেন। শনিবার রাতে ইলিনয় এলাকায় এ ঘটনা ঘটে। ইলিনয় কর্মকর্তারা এক বিবৃতি এ কথা জানিয়েছেন। শহরটির ফেডারেল এভিয়েশন অথরিটি বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটির পাইলট স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ইউরোকপ্টার ১৩৫ থেকে ‘মেডে’ রেডিও করেছিলেন। তার পরপরই বিমানটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, এয়ার অ্যাম্বুলেন্সে একটি রোগীর অবস্থা গুরুতর অবস্থায় ছিল। সে সময় রোগী ছাড়াও পাইলট ও তার সঙ্গীরা শিকাগোর একটি হসপিটালের তালিকাভুক্ত ছিলেন। আল আরাবিয়া।
সম্পাদনা: রেজাউল আহসান