স্পোর্টস ডেস্ক : সিনিয়রদের হাতে ধরে ম্যাচ জেতাটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের। তরুণদের পারফর্ম নিয়ে নানা সমালোচনা চলছিল। কিন্তু ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ সেই তরুণদের হাত ধরেই জিতল বাংলাদেশ। আর তরুণদের এই পারফর্ম নিয়ে খুশি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় তরুণদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘সাকিব-তামিমকে ছাড়া এশিয়া কাপে ভালো করেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল এখানেও ভালো করবো। আশা ছিল তরুণরা নিজেদের সেরাটা দিতে পারবে। সত্যিই তারা দারুণ খেলেছে। বিশেষ করে সৌম্যর আজকের ইনিংসটি ছিল অসাধারণ। লিটন, সাইফউদ্দিন পুরো সিরিজে ভালো করেছে।’ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে এবার টেস্টে সিরিজের প্রস্তুতি। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কের ভূমিকায় থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিশ্বাস টেস্টে তার অধীনেও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘এখন দায়িত্বটা মাহমুদউল্লাহর। আশা করি তার নেতৃত্বে আমাদের টেস্ট দলটি ভালো করবে।’