স্পোর্টস ডেস্ক : এটা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই। যা ফুটবলের চেয়েও বেশি কিছু। আর এমনই দ্বৈরথটা হচ্ছে মেসি ও রোনালদোকে ছাড়া। ১১ বছর পর এমন হওয়াতে ম্যাচটির উজ্জ্বলতা কোনও অংশে কমবে না বলে মত বার্সা কোচ এরনেস্তো ভালভারদের। অথচ এই দুজনের থাকা মানেই চোখ ঝলসানো পারফরম্যান্স। কিন্তু ভালভারদে মনে করিয়ে দিলেন এল ক্লাসিকো মানেই আরও বেশি কিছু, ‘না, তাদের না থাকায় ক্লাসিকোর মর্যাদায় কোনও অংশে কমে যাবে না।’ এর ব্যাখ্যাটাও তুলে ধরেছেন বার্সা কোচ, ‘মেসি-রোনালদোর দ্বৈরথের আগেও ছিলো বার্সা-রিয়াল দ্বৈরথ। আগেও ছিলো রোমাঞ্চের ছড়াছড়ি। ক্লাসিকো সব সময়ই ক্লাসিকো।’ অবশ্য এই ম্যাচে দুই দলের দ্বৈরথের চেয়ে অন্য প্রসঙ্গ স্থান করে নিচ্ছে বেশি। রিয়াল মাদ্রিদের বাজে ফর্মে কোচ লোপেতেগির চাকরি যায় যায় অবস্থা। এমন গুঞ্জন যখন ডালপালা মেলছে তখন বার্সা কোচ সতর্ক থাকছেন শুধু রিয়াল মাদ্রিদকে নিয়েই, ‘আমরা এসব বিষয়ের প্রতি কান দিচ্ছি না। আমরা শুধু প্রতিপক্ষের ওপর নজর দিচ্ছি। যারা আমাদের ধ্বংস করে দিতে পারে। ওরা অসাধারণ একটি দল। ভালো খেলোয়াড়রা সঙ্কট কাটিয়ে সামনে আসে।’আর দলটি রিয়াল বলেই তাদের কাছে সেরাটা আশা করেন বার্সা কোচ, ‘মাদ্রিদ যখন ব্যথায় জর্জরিত থাকে তখনই তারা সবচেয়ে বেশি হিংস্র। তাদের কাছে সেরাটাই আশা করছি।’