আশরাফ রাসেল : ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশ সফরের অপেক্ষায় ছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশে আসার আগেই দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হবে দলের অধিনায়ক জেসন হোল্ডারের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ নিশ্চিত করেছেন এ তথ্য। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘হোল্ডারের কাঁধে এখনো গুরুতর ইনজুরি রয়ে গিয়েছে। যে কারণে তাকে ফিজিও থেরাপি নিতে হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। চার সপ্তাহ ফিজিওথেরাপির পরে পুনরায় তার অবস্থার পর্যবেক্ষণ করা হবে। চার সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে নিশ্চিতভাবেই বাংলাদেশ সফরে খেলার সম্ভাবনা খুবই কম হোল্ডারের। এমনকি চার সপ্তাহ পর পর্যবেক্ষণ শেষে সবুজ সংকেত নিয়ে বাংলাদেশে আসলেও খেলতে পারবেন কেবল টি-টোয়েন্টি সিরিজটি।