স্পোর্টস ডেস্ক : রাঁচিতে গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে আর পাঁচটা ম্যাচের মতো নীল রঙা টুপি পরে নামেননি বিরাট কোহলিরা। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে বেশ কিছুক্ষণ বাকি। হঠাৎ করেই মাঠে এল অনেকগুলো আর্মি ক্যাপ। সেনাবাহিনী যেমন পরে তেমনই জলপাই রঙের টুপি বিরাট, বুমরাদের হাতে তুলে দিলেন এম এস ধোনি। কাশ্মীরের পুলওয়ামাতে নিহত সেনাদের স্মরণে বিরাট কোহলিদের এই আয়োজন। খবর জিনিউজ
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর থেকে ফুঁসছে গোটা দেশ। ৪০ জন জওয়ানের মৃত্যুর বদলা হিসাবে পাকিস্তানে বিমান হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় সেনার এমন পদক্ষেপকে সম্মান জানাতেই এদিন ভারতীয় দল এমন অভিনব উদ্যোগ নিল। আর্মি ক্যাপ পরেই এদিন টসে এলেন কোহলি। জিতলেন। তার পর বলে গেলেন, এটা স্পেশাল ক্যাপ। ভারতীয় সেনাকে সম্মান জানাতেই আমাদের এমন উদ্যোগ।
এখানেই শেষ নয়। শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে বড় সড় পদক্ষেপ নিয়েছেন বিরাট কোহলিরা। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের পারিশ্রমিক শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। বিরাট বললেন, দলের প্রত্যেকে এই ম্যাচের পারিশ্রমিক তুলে দেব শহীদ পরিবারের সদস্যদের হাতে। দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করব, এমন কঠিন সময়ে শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ২০১১ সালের নভেম্বরে ভারতীয় সেনার সাম্মানিক লেফট্যানান্ট কর্নেল পদের দায়িত্ব পেয়েছেন ধোনি। জিনিউজ