এল আর বাদল : ২. নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গত শুক্রবার সন্ত্রাসী হামালার পর থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মন ভালো নেই। তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে আপাতত ক্রিকেট নিয়ে না ভেবে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ৩. নিউজিল্যান্ড থেকে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সব কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্রিকেটারদের নিজের মতো করে সময় কাটানোর পরামর্শ দেন তিনি।
৪. পাপন বলেন, তামিম-মুশফিকরা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে, সন্ত্রাসী ঘটনার পর থেকেই আমরা সকলে বুঝতে পারছিলাম ওদের ওপর দিয়ে মানসিক চাপ যাচ্ছে। তারা অপেক্ষা করছিলো কখন দেশে ফিরতে পারবে। সম্পাদনা : আনিস রহমান