শিউলী আক্তার : যে প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন সেই টুর্নামেন্টে আবারও নামছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বিয়ের রেশ কাটতে না কাটতেই ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন মুস্তাফিজ। গতকাল সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটাসের্র বিপক্ষে খেলেছেন বাঁহাতি এই পেসার। দীর্ঘ চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরলেন তিনি। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর সর্বশেষ তিনি এই প্রতিযোগিতায় খেলেছিলেন। ওই টুর্নামেন্টে আগুন ঝরানো বোলিং করেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। চার বছর পর আবারও ডিপিএলে খেলতে এসে দাম পেয়েছেন ২৫ লাখ টাকা। প্লেয়ার ড্রাফটের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজকে দলে নিয়েছিলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার এটাই মোক্ষম সময়। মুস্তাফিজের ভাবনাতে এখন বিশ্বকাপ প্রস্তুতি। তাই এই সুযোগে বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি দলের জয়ে অবদানই তার লক্ষ্য মাঠে নামার আগে অনুশীলনে এমনটাই জানান বাঁহাতি এই পেসার।