আক্তারুজ্জামান : ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএলে জয়ের সেঞ্চুরি পূর্ণ হয়েছে। গত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে ৪ উইকেটের জয় পেয়ে এ কীর্তি অর্জন করেন ইন্ডিয়ান এ তারকা খেলোয়াড়।
বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে ধোনির ধারে কাছে অবশ্য কেউ নেই এখন। দ্বিতীয় সর্বোচ্চ ৭১টি ম্যাচ জিতেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীরের অধীনে মোট দুইবার আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা। তালিকার তৃতীয় স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বে মোট ৫৪টি ম্যাচ জিতেছে মুম্বাই এখন পর্যন্ত।
২০১০ সালে সর্বপ্রথম ধোনির নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। এরপরের বছরেও অর্থাৎ ২০১১ সালের আইপিএলে টানা দ্বিতীয়বারের মতো চেন্নাইকে শিরোপা এনে দিয়েছিলেন ধোনি।
২০১৮ সালে এসে তৃতীয়বারের মতো চেন্নাইকে শিরোপা জেতান ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এবারের আসরেও যেভাবে খেলছে চেন্নাই তাতে চতুর্থ শিরোপা হয়তো ধোনির হাতেই উঠতে পারে। এখন পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চেন্নাই। সম্পাদনা : মোহাম্মদ রকিব