শাহনাজ বেগম : প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, যদি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সম্মতি দেন তবে ভারতের লোকসভা নির্বাচনে বারাণসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপক্ষে নির্বাচন করবেন তিনি। রোববার গণমাধ্যমকে এ কথা জানিয়ে প্রিয়াঙ্কা বললেন, রাহুল বললে বারাণসিতে নির্বাচন করতে খুশি হবেন তিনি। ইয়ন
এর আগে প্রিয়াঙ্কা পুলওমায় সন্ত্রাসী হামলার নিহত ভি ভি বসন্ত কুমারের পরিবারের সদস্যদের সাথে মাক্কামকুনুতে সাক্ষাত করেন। ২৪ ফেব্রুয়ারী পুলওয়ামা সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৪০ জন সিআরপিএফ জওয়ান ছিলেন।