শাহনাজ বেগম : উত্তর আয়ারল্যান্ডের খ্যাতিমান তদন্তকারী সাংবাদিক লিরা ম্যাককি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে রোববার অভিযোগ ছাড়াই মুক্তি দিয়েছে দেশটির পুলিশ। ১৮ ও ১৯ বছর বয়সী দুই কিশোরকে সন্ত্রাস আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সার্ভিস টুইট করে। সিএনএন
২৯ বছর বয়সী ফ্রিল্যান্স সাংবাদিক আটলান্টিক ও বাজফিড নিউজ সহ প্রকাশনার জন্য লিখতেন। লিরা লন্ডনডেরি বা ডেরি নামে পরিচিত এলাকার ক্রেগানে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় নিহত হন।
আয়ারল্যান্ডের রাজনৈতিক সংগঠন শিন ফেইনের ভাইস প্রেসিডেন্ট মিশেল ওনীল ডেরি প্রদেশে রাস্তা ছেড়ে দেয়া ও তাদের কর্মসূচি বন্ধ করার ঘোষণা দিতে চাইলে তার সমর্থকদের বন্দুক নিয়ে যোগ দিতে বলেন। সেই একই দিনে মুক্তি পাওয়া কিশোররা সেখানে উপস্থিত হলে পুলিশ তাদের আটক করে। তবে তাদের যারা সংগঠিত করেছে তারা আইরিশ প্রজাতন্ত্রবাদের কোনও সংস্করণকে প্রতিনিধিত্ব করে না বলে ডেরির ইস্টার স্মৃতিচারণ অনুষ্ঠানে মিশেল ওনীল জানিয়েছেন। তিনি জানান, রাজনীতি বা কৗশলে তাদের কোন যোগসূত্র নেই। এবং এই শহর বা দেশের অন্য কোথাও সাধারণ জনগনের মধ্যে কোন জনপ্রিয়তা বা সমর্থন নেই।