শাহনাজ বেগম : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগে বৃহস্পতিবার পণ্যবাহী জাহাজ এম-ভি ওয়াইজ অনেস্টকে আটক করার দাবি করেছে মার্কিন সরকার। সিএনএন
উত্তর কোরিয়া কয়লা উত্তোলন করে চীনসহ অন্যান্য দেশে পাঠানোর জন্য এই জাহাজটি ব্যবহার করে বলে মার্কিন বিচার বিভাগ জানায়। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অভিযোগ যে, অবৈধভাবে কয়লা বিক্রি করে পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে এই অর্থ ব্যবহার করছে উ. কোরিয়া।
জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমর্স বলেন, এ নিষেধাজ্ঞায় জাহাজের পরিসেবা বন্ধ রয়েছে। এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য জাহাজ এবং হাজার হাজার টন মালামাল বহন করতে সক্ষম।