আসিফুজ্জামান পৃথিল : ব্রেক্সিট অচলাবস্থা নিরসনে এখনও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে কোন বড় প্রস্তাব পায়নি বিরোধী লেবার পার্টি। প্রধানমন্ত্রী থেরেসা মে আলোচনা চালালেও এখনও এমন কোন প্রস্তাব দেননি যে লেবার পার্টি তার চুক্তিকে সমর্থন দেবে। এ কথা জানিয়েছেন বিরোধীদলীয় জেরেমি করবিন। ইউরোরিপোর্টার, স্কটসম্যান।
জেরেমি করবিন বলেন, ‘আমরা এখনও পর্যন্ত বড় কোন প্রস্তাব পাইনি। এখনও আমাদের মাঝে লাল রঙের এক সীমারেখা রয়েছে। এধরণের জেদি আর অনমনীয় সরকারের সঙ্গে আলোচনা চালানোই কঠিন। মন্ত্রীরা এই সমস্যাকে কৌতুক মনে করছে। তাদের চুক্তির ব্যাপারে খুব একটা আগ্রহ আছে বলে মনে হয়না।’ করবিন আরো বলেন, ‘দেশের জন্যই এই অচলাবস্থা থেকে বের হয়ে আসা জরুরী। তবে আমরা কখনই কোন বাজে চুক্তি মেনে নেবো না।’
এদিকে ব্রেক্সিট ইস্যুতে কনজাভেটিভ আর লেবার পার্টির জনপ্রিয়তা কমার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে লিবারেল ডেমোক্রেটদের জনপ্রিয়তা। ইউরোপীয় নির্বাচনে লেবার বা কনজারভেটিভদের তুলনায় দলটি ভালো করবে বলে এক জরিপে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ের স্থানীয় নির্বাচনেও দলটি ভালো করেছে। সম্পাদনা : ইকবাল খান