সুরায়া মুন : ১১ মাস ধরে চীনে আটক এক মার্কিন নারী আবেদন করেছেন যেন তার পরিবারকে দেশে ফিরে যেতে দেওয়া হয়। সিএনএন।
২০১৮ সালের জুনে দুই ভাইবোন- সিনথিয়া (২৮) ও ভিক্টর লিউ (১৯) তাদের মা স্যান্ড্রা হান সহ অসুস্থ পিতামহের সাথে দেখা করতে চীনে আসে। চীনা কর্তৃপক্ষ একটি বিশেষ আইন প্রয়োগ করে তাদের আটক করে। যার ফলে তারা নিজেদের দেশ যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারছেনা ।
লিউ ভাইবোন এক বিবৃতিতে জানান, তার মাকে চীন প্রশাসনের নির্দেশে তাদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হয়েছে।তাদের মায়ের সাথে তাদের কোন যোগাযোগ নেই বহুদিন। তারা স্কুলে বা কাজে যেতে পারছে না। তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে।
আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তাদের আটক রাখা হয়েছে বলে জানান, লিউ পরিবারের লিগ্যাল কাউন্সিল ইউএন ডেপুটি অ্যাম্বাসেডর ডেভিড প্রেস ম্যান। মার্কিন ষ্টেট ডিপাটমেন্টের মুখপাত্র জানান, ভিক্টর এবং সিনথিয়া লিউের আবেদনটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।