আব্দুর রাজ্জাক : অস্ট্রেলিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে দেশটির লেবার পার্টি জয়লাভ করলেই মালয়েশিয়া বংশোদ্ভুত সমকামী নারী পেনি ওং পরাষ্ট্রমন্ত্রী হতে পারেন। সিএনএন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ পুরুষ সংখ্যা গরিষ্ঠ পার্লামেন্ট নিয়ে সিডনির লোয় ইন্সটিটিউটে বক্তব্য দেন পেনি ওং। তিনি বলেন, ‘১৮ মে-র নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করলে তা বিশ্বের কাছে একটি নতুন বার্তা দেবে। আমার পররাষ্ট্রমন্ত্রী হওয়া পৃথিবীকে জানিয়ে দেবে যে, অস্ট্রেলিয়া বহু সংস্কৃতির দেশ।’
উল্লেখ্য, ৫০ বছর বয়সী পেনি ওং মালয়েশিয়ার উপকূলীয় শহর কোটা কিনাবালুর বোর্নিয়ো দ্বীপে জন্ম গ্রহণ করেন। পরে তিনি পিতা-মাতার সঙ্গে ১৯৭০ সালে ৮ বছর বয়সে অস্ট্রেলিয়া গমন করেন এবং অ্যাডিলেড শহরে বসবাস শুরু করেন। সম্পাদনা : কাজী নুসরাত