নুর নাহার : বিশ্বের সেরা দশ বিমান বন্দরের তালিকায় জায়গা করে নিলো ভারতের হায়দরাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর। তালিকায় একেবারে প্রথমে রয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরেই জাপানের টোকিও এবং গ্রিসের এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর। অষ্টম স্থানে রয়েছে ভারতের হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর অত্যন্ত উন্নত মানের এবং অত্যাধুনিক পরিষেবা দিয়ে তৈরি করা হয়েছে। আজকাল
অনেক আগেই এই নিয়ে প্রশংসাও কুড়িয়েছে তারা। তবে এই সেরার স্বীকৃতি এই প্রথম।
অন্যদিকে সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকায় শীর্ষে রয়েছে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর। তারপরে কানাটার বিল্লি বিশপ টরোন্টো সিটি বিমানবন্দর এবং পর্তুগালের পোর্তো বিমানবন্দর। এমনকী ফ্রান্সের প্যারিস ওরলি বিমানবন্দরেরও ঠাঁই হয়েছে এই তালিকার চতুর্থস্থানে।
বিমান পরিষেবার দিক দিয়ে সেরা নির্বাচিত হয়েছে কাতার এয়ারলাইন্স। তারপরেই জায়গা করে নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। সম্পাদনা : আবদুল অদুদ