মোস্তাফিজার বাবলু : গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩’র মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্ত্তুজা। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য রফিকুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ওই থানার বধুকমলা গ্রামের মৃতু আব্দুর রহমানের ছেলে। সেই সঙ্গে জেলার গঙ্গাচড়া উপজেলার জেএমবি’র সক্রিয় সদস্য মো. নুরুল ইসলাম (২৭) কে গ্রেফতার করে র্যাব। নূরুল তালপট্টি গ্রামের সেকেন্দার আলীর ছেলে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। এছাড়াও তারা দীর্ঘদিন যাবত গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা সংগ্রহ, গোপন বৈঠক সহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিল। সম্পাদনা : আবদুল অদুদ