শাহনাজ বেগম : কাবুলে সাবেক টিভি উপস্থাপিকা মেনা মঙ্গল শনিবার বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাদ রাইমি নিশ্চিত করেছেন। তার জীবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর একদিন পরই তিনি নিহত হন। ভোয়া, দ্য গার্ডিয়ান
কাবুলের কারতে নিউ মার্কেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়লে মেনা মঙ্গল মারা যায় বলে একজন দোকনদার জানিয়েছে। এর আগে হত্যাকারীরা ৪টি ফাঁকা গুলি ছুঁড়লে মার্কেটের লোকজন আতঙ্কিত হয়ে পালিয়ে যায়।
মেনা মঙ্গল অফিসে যাওয়ার জন্য সেখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে জানান তার এক আত্মীয়। ওলেসি জিরগার আফগানিস্তান লোয়ার চেম্বার অব পার্লামেন্টে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন সাংবাদিক মঙ্গল। তিনি বেসরকারি চ্যানেল আরিয়ানায় এক দশক ধরে সাংবাদ পাঠ করতেন। এছাড়াও বেসরকারি চ্যানেল টোটো পাসতো, ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেল ল্যামার ও বেসরকারি ন্যাশনাল চ্যানেল সামসাদ টিভির সাংবাদিক ছিলেন।