শাহনাজ বেগম : আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে সিরিজ বেমা হামলায় সোমবার এ হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানায়। পরপর তিনটি বিস্ফোরণে শহরের কেন্দ্রস্থল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নানগরহারের প্রাদেশিক মুখপাত্র আতাউল্লাহ খগোনি জানিয়েছেন। ইয়ন, ডন। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় তবে এগুলো অত্যাধুনিক বিস্ফোরক বলে খগোনি জানান। বিস্ফোরণটি একটি সশস্ত্র পুলিশ বাহিনীর পাশে সংঘটিত হয়েছিল। এ পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।
নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে আইএসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। আফগানিস্তানের বিপজ্জনক এই জঙ্গি সংগঠনটিকে ২০১৫ সালে সম্মুখে আসে।